৩২ বছর বয়সী জার্মান এবং বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন জাতীয় দলের হয়ে এখনো কোনো বড় টুর্নামেন্টে এক মিনিটও খেলার সুযোগ পাননি। তার এই অধরা স্বপ্নের তালিকায় রয়েছে:
২০১৬ ইউরো: ০ মিনিট
২০১৮ বিশ্বকাপ: ০ মিনিট
২০২১ ইউরো: চোটের কারণে অংশগ্রহণ করতে পারেননি
২০২২ বিশ্বকাপ: ০ মিনিট
ইউরো ২০২৪ এসে পড়েছে। কিন্তু জার্মানির প্রধান গোলরক্ষকের ভূমিকায় এখনো ম্যানুয়েল নয়্যার অটুট। ফলে টার স্টেগেনকে হয়তো আরও দুই বছর অপেক্ষা করতে হবে, ২০২৬ সাল পর্যন্ত। বার্সেলোনায় প্রতিনিয়ত ভালো পারফরম্যান্স করেও স্টেগেন চান্স পাননি জার্মানি মূল একাদশে, যখন নয়্যারের বয়স হবে ৪০ এবং নয়্যার যখন অবসর নিবে আন্তর্জাতিক কেরিয়ার থেকে তখনই হয়তো জাতীয় দলের হাল ধরার সুযোগ পাবেন এই প্রতিভাবান গোলরক্ষক।
আপনি কি মনে করেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন কি একজন দুর্ভাগ্য গোলরক্ষক