site loader

দুর্ভাগা জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন

৩২ বছর বয়সী জার্মান এবং বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন জাতীয় দলের হয়ে এখনো কোনো বড় টুর্নামেন্টে এক মিনিটও খেলার সুযোগ পাননি। তার এই অধরা স্বপ্নের তালিকায় রয়েছে:

 

 

২০১৬ ইউরো: ০ মিনিট

২০১৮ বিশ্বকাপ: ০ মিনিট

২০২১ ইউরো: চোটের কারণে অংশগ্রহণ করতে পারেননি

২০২২ বিশ্বকাপ: ০ মিনিট

 

ইউরো ২০২৪ এসে পড়েছে। কিন্তু জার্মানির প্রধান গোলরক্ষকের ভূমিকায় এখনো ম্যানুয়েল নয়্যার অটুট। ফলে টার স্টেগেনকে হয়তো আরও দুই বছর অপেক্ষা করতে হবে, ২০২৬ সাল পর্যন্ত। বার্সেলোনায় প্রতিনিয়ত ভালো পারফরম্যান্স করেও স্টেগেন চান্স পাননি জার্মানি মূল একাদশে, যখন নয়্যারের বয়স হবে ৪০ এবং নয়্যার যখন অবসর নিবে আন্তর্জাতিক কেরিয়ার থেকে তখনই হয়তো জাতীয় দলের হাল ধরার সুযোগ পাবেন এই প্রতিভাবান গোলরক্ষক।

আপনি কি মনে করেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন কি একজন দুর্ভাগ্য গোলরক্ষক ৩২ বছর বয়সী জার্মান এবং বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন জাতীয় দলের হয়ে এখনো কোনো বড় টুর্নামেন্টে এক মিনিটও খেলার সুযোগ পাননি। তার এই অধরা স্বপ্নের তালিকায় রয়েছে:

২০১৬ ইউরো: ০ মিনিট
২০১৮ বিশ্বকাপ: ০ মিনিট
২০২১ ইউরো: চোটের কারণে অংশগ্রহণ করতে পারেননি
২০২২ বিশ্বকাপ: ০ মিনিট

ইউরো ২০২৪ এসে পড়েছে। কিন্তু জার্মানির প্রধান গোলরক্ষকের ভূমিকায় এখনো ম্যানুয়েল নয়্যার অটুট। ফলে টার স্টেগেনকে হয়তো আরও দুই বছর অপেক্ষা করতে হবে, ২০২৬ সাল পর্যন্ত। বার্সেলোনায় প্রতিনিয়ত ভালো পারফরম্যান্স করেও স্টেগেন চান্স পাননি জার্মানি মূল একাদশে, যখন নয়্যারের বয়স হবে ৪০ এবং নয়্যার যখন অবসর নিবে আন্তর্জাতিক কেরিয়ার থেকে তখনই হয়তো জাতীয় দলের হাল ধরার সুযোগ পাবেন এই প্রতিভাবান গোলরক্ষক। 
আপনি কি মনে করেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন কি একজন দুর্ভাগ্য গোলরক্ষক

সময়ের আলোচিত রাইভালরি কে হাসবে শেষ হাসি?

সময়ের আলোচিত রাইভালরি কে হাসবে শেষ হাসি?

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্রাইরি স্টেডিয়ামে বাংলােদশ সময় সকাল সাড়ে ৬ টায় শুরু হবে ম্যাচটি। বর্তমানে সময়ে সবচেয়ে আলোচিত রাইভালরিগুলোর মধ্যে একটি বাংলাদেশ -শ্রীলংকা রাইভালরি৷ যা নিয়ে দর্শকদের মাঝেও বিরাজ করছে তুমুল উত্তেজনা। স্বয়ং আইসিসিও একটি ভিডিও পোস্ট করেছে এ দুই দলের রাইভালরি নিয়ে।

২০১৮ এর নিদাহাস ট্রফির নাগিন ড্যান্স থেকে শুরু করে ২০২৩ বিশ্বকাপে ম্যাথুসের টাইম আউট। বাংলাদেশ শ্রীলংকা ম্যাচ মানেই অন্যরকম কিছুর আশায় থাকেন দর্শকরা। এবারও বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

বাংলাদেশ খেলবে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগে আমেরিকার কাছে সিরিজ হার এবং জিম্বাবুয়ের সাথে ব্যাটিংয়ের বেহাল দশায় একরকম চাপেই রয়েছে টিম টাইগার্স। নিজেদের ব্যাটিংয়ে পরিবর্তন না আনতে পারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে টাইগারদের। তবে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে অবশ্যই লড়াই করতে চাইবে টাইগাররা। লংকানদের বিপক্ষে ভালো ফলাফল নেই টাইগারদের ১৬ দেখায় ১১ টি তেই পরাজয় গ্রহণ করতে হয়েছে টাইগারদের। তার মধ্যে হতশ্রী ব্যাটিং ও বর্তমান ফর্ম অবশ্যই ভাবাবে টিমকে। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবতে চাইবে না বাংলাদেশ দল।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছিল শ্রীলংকা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। জবাবে ব্যাট করতে নেমে অনায়াসে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে এমন হারে মনস্তাত্ত্বিকভাবে অবশ্যই পিছিয়ে থাকবে লংকানরা। সেই সুযোগই লুফে নিতে চাইবে বাংলাদেশ। এছাড়াও এ ম্যাচের জয় পরাজয়ের ওপর অনেকটাই নির্ভর করবে বাংলাদেশের সুপার এইটে যাওয়া।তাই বলা চলে নিজেদের রাইভালদের বিপক্ষে সবটুকু দিয়েই মাঠে নামবে টাইগাররা ।

বাংলাদেশি সমর্থকদের জন্য সুখবর হচ্ছে এ ম্যাচেই ফিরবেন এ  বিশ্বকাপে বাংলাদেশের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। তবে আরেক পেসার শরিফুল ইসলামের সার্ভিস মিস করবে টাইগাররা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোটে পড়েব শরীফুল। যার ফলে এ ম্যাচটি সম্ভবত মিস করতে যাচ্ছেন তিনি। শরীফুলকে এ ম্যাচে অবশ্যই মিস করবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে যে কয়েকটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সবগুলোতেই ব্যাটসম্যানদের স্ট্রাগল করতে দেখা গিয়েছে। উচু নিচু বাউন্স সাথে গতির তারতম্যেতা বেশ ভুগিয়েছে ব্যাটারদের। তাই এ ম্যাচে বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে ধারণা করা যায়। বাংলাদেশের তাসকিন, সাকিব,মাহেদী,সাকিব,রিশাদ। শ্রীলংকার থুসারা,থিকসানা,হাসারাঙ্গা,পাথিরানারা ম্যাচে গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট ফেলবেন। টস ও এ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবমিলিয়ে বিশ্বকাপের আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার অধীর আগ্রহে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

শ্রীলংকা কী পারবে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে নাকি সুপার এইটে যাওয়ার মিশনে একধাপ এগিয়ে টাইগাররা। বাংলাদেশি সমর্থকরা অবশ্যই চাইবেন  যুক্তরাষ্ট্রের বিপক্ষে হতাশাজনক  পারফর্মেন্সের পর এ ম্যাচে যেন জয় তুলে নেয় টাইগাররা।

টাইগাররা কি পারবে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে?

টাইগাররা কি পারবে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে?

টি-২০ বিশ্বকাপ শুরু হয়েছে ২ জুন থেকে। ইতিমধ্যে বড় বড় দলও খেলে ফেলেছে, বাকি রয়েছে টাইগাররা । বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সাউথ আফ্রিকা -শ্রীলঙ্কা, নেপাল-নেদারলান্ড ও খেলে ফলেছেন নিজেদের একটি করে ম্যাচ।

তবে সেই অপেক্ষা ফুরাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল (শনিবার) সকাল ৬:৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ দল।
সাম্প্রতিক সময়ে ভরত-পাকিস্তান,ইংলান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচের মতোই জমে উঠেছে টাইগার-লঙ্কান ম্যাচ। শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ মানেই মাঠ ছাপিয়ে মাঠের বাইরেও উত্তেজনা। বাংলাদেশ শ্রীলংকা দুই দলের লড়াই মানেই সমর্থকদের জন্য বাড়তি কিছু। মাঠেও খেলোয়াড়দের শরীরী ভাষায় দেখা যায় লড়াইয়ের ছাপ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউটের’ পর লড়াইয়ে পেয়েছে বাড়তি মাত্রা,এর আগে নিদাহাস ট্রফিতে চলেছে নাজমুল অপুর নাগিন সেলিব্রেশন।

টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট, যেখানে নিজেদের দিনে যেকোন দল যে কাউকেই হারিয়ে দিতে পারে। টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত ১৬ বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে শ্রীলঙ্কা ১১টি এবং বাংলাদেশ ৫টি ।
পরিসংখ্যান অবশ্য লঙ্কানদের কথায় বলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফলাফলও কথা বলছে লঙ্কানদের হয়ে। দুই দলের দুইবারের দেখায় প্রতিবারই হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। সৌম্য সরকার-লিটন কুমার দাশরা সেই জয় খরা এই ম্যাচ দিয়েই কাটাতে চাইবেন নিশ্চিত করেই। তবে দুই দলের সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জয় লঙ্কানদের ভালো কিছু করার আত্মবিশ্বাস দিচ্ছে।
বিশ্বকাপে অবশ্য শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৭৭ রানে গুটিয়ে যাওয়ার পর ৬ উইকেটে হেরেছে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করেই ঘুরে দাঁড়াতে চাইবে ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। তবে কাজটা যে তাদের সহজ হবে না সেটা ভালো করেই জানেন লঙ্কানরা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর প্রস্তুতি ম্যাচে টাইগাররা হেরেছে ভারতের কাছে। বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা নিয়মিত রান করতে পারছেন না। যা ভোগাচ্ছে পুরো বাংলাদেশ দলকেই। তবে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন,
”ল্যাকিংস নিয়ে কাজ করেছেন সৌম্য-লিটনরা”।
দিন শেষে কোটি বাঙালির একটিই চাওয়া টাইগাররা যেনো ভালো কিছু করে,এতে হয়তো তাদের কোনো সার্থ নেই,কিন্তু দেশ টা যে তাদেরই, জয়ের সপ্ন নিয়েই বাঁচতে হবে। 🇧🇩

ব্রাজিলিয়ান সাম্বা নাকি মেক্সিকান ওয়েভ

ব্রাজিলিয়ান সাম্বা নাকি মেক্সিকান ওয়েভ

লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা।আর সেই কোপা আমেরিকাতেই খেলে থাকে ফুটবল ইতিহাসের সবথেকে সফলতম দল ব্রাজিল।তবে সেই কোপার আসরের আগে তারা দুটি প্রিতি ম্যাচ খেলবে মেক্সিকো ও আমেরিকার সাথে।

 

 

আগামী ৯ তারিখ বাংলাদেশ সময় সকাল ৭ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের প্রথম প্রিতি ম্যাচ মেক্সিকোর সাথে।গেলো ওয়াল্ড কাপে কোয়াটার ফাইনালে বিদায়ের পর থেকেই যেন ব্রাজিল তাদেরকে হারিয়ে খুজেছে।নানা আলোচনা সমালোচনার পর কোচের দায়িত্ব নেন দারিভাল জুনিয়র।এবার তাদের লক্ষ্য হয়ে দাড়িয়েছে কোপা।

কোচ দারিভাল জুনিয়র তার এর আগের দুটি ম্যাচে দেখিয়েছেন তার সাফল্য।ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও স্পেনের সাথে যথাক্রমে একটিতে জয় আর একটিতে ড্র তাদের।অপরদিকে মেক্সিকোর শেষ ৫ ম্যাচে ৩ টিতে হার ও ২ টিতে জয়।সবশেষে উরুগুয়ের কাছে ৪-০ র বিশাল ব্যাবধানে হারে তারা।

তবে দুই টিমের শেষ ৫ দেখায় জয় নেই কোনো মেক্সিকোর।ব্রাজিলের ৪ টিতে জয় একটিতে ড্র।এদিক দিয়ে অনেকটাই এগিয়ে সেলেসাওরা।সেলেসাওদের সবাই এখন দারুন ফর্মে। সদ্য চ্যাম্পিয়ন্স লীগ জিতলো ভিনি,রদ্রিগো,মিলিতাও।তাছাড়া দলের বাকিরাও রয়েছে দুর্দান্ত ফর্মে।

সবমিলিয়ে অনেকটাই এগিয়ে রাখা যায় ব্রাজিলকে।কোপা আমেরিকা তারা তাদের ঘরে তুলেছে ৯ বার।শেষ ২০১৯ এ পেরুকে ৩-১ এ হারিয়ে শিরোপা ঘরে তুলেছে তারা।

“উইকেট নিয়ে চিন্তার কিছু নেই” – শান্ত।

“উইকেট নিয়ে চিন্তার কিছু নেই” – শান্ত।

এবারের বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরু থেকেই স্বাগতিকদের উইকেটগুলো নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তবে এসব নিয়ে ভাবছেন না, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসাইন সান্ত। নাজমুল হোসাইন শান্ত ”উইকেট যতই কঠিন থাকুক না কেন যাদের স্কিল ঠিক আছে তাদের খুব একটা অসুবিধা হবে না”। শান্ত আরও বলেন,সেই সাথে উইকেট নিয়ে চিন্তার কিছু নেই বলেও মনে করেন তিনি। তিনি বলেন “এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তার কিছু আছে। যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, স্কিল আছে.. সেই স্কিলের উপর বিশ্বাস করে খেললেই হবে” অনুশীলনে বাংলাদেশ, বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র গেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ । তবে যুক্তরাষ্ট্র গিয়ে উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাশ-সৌম্য সরকাররা যথেষ্ট অনুশীলন করেনি বলে গুঞ্জন আছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সবাই প্রস্তুত আছে বলে জানিয়েছেন শান্ত। টাইগারদের অধিনায়ক বলেন,, “সবাই ভালোমতো প্রস্তুত। ফ্যাসিলিটিজ যতটাই ছিল, আমরা নেয়ার চেষ্টা করেছি। ভালো খারাপ থাকবেই। এরপরও যতটা ভালো নেয়া যায় প্র্যাকটিস থেকে, ততোটা নেয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, সবাই খুব ভালোমতোই প্রস্তুত আছে” শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই মাঠ ছাপিয়ে মাঠের বাইরেও উত্তেজনা। সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইটাও জমে উঠেছে বেশ। তবে মাঠে যে দল ভালো খেলবে তারাই জিতবে বলে মনে করেন শান্ত। বর্তমান সময়ে ভারত-পাকিস্তানের ম্যাচের মতোই জমে উঠেছে বাঘে-সিংহের ম্যাচ।মাঠের মাঝে যেমন উত্তেজনা তেমনই দর্শকদের মাঝে। আমরা আশাবাদী তোমরা পারবে🇧🇩
‘বিশ্বকাপের চেয়ে ইউরো জেতা বেশি কঠিন’ -এমবাপ্পে

‘বিশ্বকাপের চেয়ে ইউরো জেতা বেশি কঠিন’ -এমবাপ্পে

ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে ফিফা বিশ্বকাপকেই সবার উপরে স্থান দিয়ে থাকেন সব ফুটবলার।এই বিশ্বকাপ জেতাই থাকে সকল ফুটবলারদের ক্যারিয়ারের লক্ষ্য।আবার অনেকের কাছে বিশ্বকাপ খেলতে পারাটাই যেন বিশ্বকাপ জেতার সমান।তবে এই বিশ্বকাপ যিনি একবার নিয়েছেন (কিলিয়ান এমবাপ্পে) তিনি যা বললেন তা চমক লাগার মতোই।এমবাপ্পের মতে বিশ্বকাপের চেয়ে বেশি প্রতিদ্বন্দিতামূলক টুর্নামেন্ট হলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

দুই টুর্নামেন্টের তুলনার আগে তার ফরম্যাটগুলো গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে পুরো পৃথিবী থেকে,বিভিন্ন মহাদেশ থেকে আসা দলগুলো খেলে থাকে,অপরদিকে ইউরো-তে খেলো শুধুমাত্র ইউরোপের দলগুলো।যার ফলে মাঠে জমে ওঠে এক কঠিন লড়াই।বিশ্বকাপে নকআউট এর পরেও অনেক ছোট দল থাকলেও ইউরো-তে শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই।মোট কথা এখানে বড়-ছোট টিম বলে কিছু নেই।

গত মঙ্গলবার,নিজ জাতীয় টিম ফ্রান্সের অনুশীলনের পর একটি সংবাদ সম্মেলনে ইউরো-কে বিশ্বকাপের চেয়ে এগিয়ে রাখার কারণ তুলে ধরে ধরেন এই ফুটবলার।এমবাপ্পে বলেন,

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খুবই জটিল, আমার কাছে এমনকি বিশ্বকাপের চেয়েও ইউরোতে খেলা বেশি কঠিন বলে মনে হয়। যদিও বিশ্বকাপে বেশি চাপ থাকে, কিন্তু ইউরোতে আমরা এক দল অন্য দলকে চিনি। আমরা একে ওপরের বিপক্ষে নিয়মিত খেলি, ট্যাকটিক্যালিও সব দল অনেকটা একই ধাঁচের ফুটবল খেলে।

এমবাপ্পের এই কথায় দ্বিমত থাকবে সেটাই স্বাভাবিক।কেউ তার মতামতকে সমর্থন করবে,কেউবা করবে না।ফ্রান্সের দিক দিয়ে দেখলে বিশ্বকাপে ভালো করাটাই তাদের কাছে অধিক সহজ।২০১৮ তে চ্যাম্পিয়ন,২০২২ এ আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরে রানারআপ।তার আগেও তারা ২০০৬ সালে খেলেছিল ফাইনাল।

অপরদিকে ইউরোতে ফ্রান্স শেষ চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিল ২০০০ সালে।২০১৬ তে শিরোপার সন্নিকটে এসেও পর্তুগালের কাছে হেরে হয় রানার্সআপ এবং ২০২১ সালে শক্তিশালী দল নিয়েও বিদায় নিতে হয়েছে শেষ ষোলেতেই।

১ সপ্তাহের মধ্যেই হাসারাঙ্গাকে পেছনে ফেললেন সাকিব।

১ সপ্তাহের মধ্যেই হাসারাঙ্গাকে পেছনে ফেললেন সাকিব।

আবারও টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে উঠেছেন সাকিব আল হাসান।গত সপ্তাহে  শীর্ষে  জায়গা করে নেয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা১ নম্বর থেকে দুইয়ে নেমে গেছেন। যার অর্থ ২০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপে অলরাউন্ডারদের

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই খেলতে নামবেন বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান।

T20 Alrouunder Ranking

কিছুদিন আগেও হাসারাঙ্গার সাথে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব। তখন দুজনেরই পয়েন্ট ছিল ২২৮ করে। তবে এক সপ্তাহ আগেই হাসারাঙ্গার কাছে টি-টোয়েন্টি

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। তখন টাইগারদের সাবেক অধিনায়কের পয়েন্ট ২২৮ থেকে কমে দাঁড়িয়েছিল ২২৩ এ দাঁড়িয়েছিল।

শীর্ষস্থানটা এক সাপ্তাহও ধরে রাখতে পারলেন না হাসারাঙ্গা। মূলত সাউথ আফ্রিকার বিপক্ষে তার ব্যাটিং পারফরম্যান্স ছিল জিরো। প্রোটিয়াদের বিপক্ষে বল হাতে ৩.২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিলেও ব্যাট হাতে ২ বলে শূন্য রানে আউট হন। তাতেই

র‍্যাঙ্কিংয়ে ঘটেছে ওলট-পালট, শীর্ষস্থান হারালেন লঙ্কান অধিনায়ক।

বর্তমানে শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ২২৩। টাইগার সাবেক অধিনায়কের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে হাসারাঙ্গা (২২৩) ।শীর্ষ পাঁচে আর কোন পরিবর্তন আসেনি। তিনে মোহাম্মদ নবী, চারে সিকান্দার রাজা ও পাঁচে মার্কাস স্টয়নিস।

Home
Sports
Movies
TV Show
Telegram