site loader
বিদায়ী শিক্ষিকা ভালবাসায় সিক্ত হলেন শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে।

বিদায়ী শিক্ষিকা ভালবাসায় সিক্ত হলেন শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে।

ইএসপিএন বিডি ডেস্ক:

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের শতবর্ষী বিদ্যাপীঠ আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সহকারী শিক্ষিকা সীমা রাণী রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ঐ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে উপস্থিত অতিথিদের শিক্ষার্থীরা (স্কাউট) গার্ড অব অনার প্রদর্শন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করে।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শিহাবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুবেল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-বিদায়ী শিক্ষক সীমা রাণী রায়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান ও অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ খালিদুর রহমান, প্রতিষ্ঠানের প্রাক্তণ শিক্ষক শাহাব উদ্দিন আহমদ, প্রক্তণ শিক্ষক নবেন্দু পোদ্দার, সহকারী অধ্যাপক নিশেন্দু পোদ্দার, সরৎ সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, শিক্ষক আশরাফ আলী, আরজ উদ্দিন, ও প্রতিষ্ঠানের অন্যন্য শিক্ষক-শিক্ষার্থীরা অনেকই।

অনুষ্ঠানের মূলপর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির শিক্ষার্থী হাফেজ মোঃ মোস্তাফিজুর রহমান ও গীতা পাঠ করে ৯ম শ্রেণির শিক্ষার্থী রিশা দে। শেষে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সংবর্ধিত শিক্ষিকা সীমা রাণী রায়কে সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে।

শেরপুরে নবী প্রেমিদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শেরপুরে নবী প্রেমিদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইএসপিএন বিডি ডেস্ক:

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আওরঙ্গপুর ইনকিলাব যুব সংঘ, শেরপুর মুসলিম জনতা, বৃহত্তর শেরপুর ছাত্র সমাজ এর উদ্যোগে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি কর্তৃক রাসূল (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর সোমবার বাদ আসর শেরপুরে মুসলিম জনতা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল শুরু করলে বাজারের বিভিন্ন দিকে সেটি পদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা শাহ উসামা আহমদ রাগিব ও মাইদুল হাসানের পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাও: আহমদ রম্মান, মাওলানা নরুল ইসলাম, ইমাম ও খতিব শেরপুর আবাসিক এলাকা জামে মসজিদ, শাহ এহিয়া সহ অনেকেই।

বক্তারা বলেন, ভারতে বিভিন্ন সময় নানান ভাবে ইসলাম ও রাসূল (সা:) কে নিয়ে কটুক্তি করা হয়। ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলা হয় কিন্তু তার সুষ্ঠু বিচার হয় না। ইসলাম ও মুসলমানদের প্রাণ বিশ্ব নবী (সা:) কে নিয়ে বিরোধিতাকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারে এবং জিহাদ ঘোষণা করতেও দ্বিধাবোধ করে না। বক্তারা অনতিবিলম্বে রাসূল (সা:) এর কটুক্তিকারীকে বিচারের আওতায় আনার জোর দাবি করেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণ মিছিল সমাবেশের কর্মসূচি সমাপ্ত হয়।

 

 

জাতিসংঘে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের আহ্বান ড. মুহাম্মদ ইউনুসের।

জাতিসংঘে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের আহ্বান ড. মুহাম্মদ ইউনুসের।

ইএসপিএন বিডি ডেস্ক:

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। যেটা বিশ্ববাসীর জন্য লজ্জার। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের।

শুক্রবার (সেপ্টেম্বর ২৭) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ‘বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে, যুদ্ধ ও সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। তাছাড়া ইউক্রেন রাশিয়া মধ্যকার যুদ্ধ বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি। উভয় দেশের যুদ্ধের প্রভাব বাংলাদেশে পড়েছে বলে তিনি মত প্রকাশ করেন।

নবীগঞ্জে নবী (সা:) প্রেমীদের বিক্ষোভ মিছিল।

নবীগঞ্জে নবী (সা:) প্রেমীদের বিক্ষোভ মিছিল।

ইএসপিএন বিডি ডেস্ক:

ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের তাওহীদি জনতা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা সর্বস্তরের তাওহীদি জনতা নবীগঞ্জ পৌরশহরের বিক্ষোভ মিছিল বের করেন।
নবীগঞ্জ শহরের গাজির টেক পয়েন্ট থেকে মিছিলটি যাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ শেষে ফের গাজির টেক পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে রুপ নেয়। সমাবেশে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামে জঘন্য মিথ্যাচার ও কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছেন। তাতে বিজেপির সংসদ সদস্য নিতেশ রান সমর্থন করেছেন। এতে মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে।  আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় বক্তারা অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

শেরপুরে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুরে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ইএসপিএন বিডি:

শেরপুর হাইওয়ে থানার অধীনস্থ সার্বিক বিষয় সমস্যা ও সমাধানের লক্ষে শেরপুর হাইওয়ে থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় শেরপুর হাইওয়ে থানা কনফারেন্স হলে মতবিনিময় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকা ইসলাম, বিপিএম, এনডিসি, ডিআইজি-পূর্ব বিভাগ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেবের পরিচালনায় সভাপতিত্ব করেন মো: শহিদ উল্লাহ, অ্যাডিশনাল ডিআইজি, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন, সিলেট।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক নূরুল ইসলাম, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান, বিএনপি নেতা শেখ সিরাজ মিয়া, শ্রমিক নেতা জাহাঙ্গীর খাঁন, ব্যবসায়ী সৈয়দ হোমায়েল আহমেদ, বৃহত্তর শেরপুর ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সৈয়দ জাফর কল্লোল, অলিউর রহমান, এহিয়া আহমেদ, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম রকি, সাংবাদিক আব্দুস সামাদ আজাদ, ক্রিয়েটিভ নিউজ এর বার্তা সম্পাদক ফাহাদ আহমদ, সাংবাদিক কয়েছ আহমেদ, মুহিবুর রহমান সহ সুশীল সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ।

এতে উপস্থিত সকলেই হাইওয়ে পুলিশের প্রশংসা করেন। শেরপুর হাইওয়ে থানা এলাকাধীন স্কুল এন্ড কলেজ রোডে দুর্ঘটনা কবলিত গাড়ি না রাখার ব্যাপারে ব্যবস্থা নেওয়া, শেরপুর সেতুতে ত্রুটি দূরীকরণে ব্যবস্থা নেওয়া, মহাসড়ক এলাকাধীন বাজারগুলোতে যথাযথ জাগায় গাড়ি পার্কিং ব্যবস্থা নিশ্চিতকরণ, জনগুরুত্বপূর্ণ এলাকা হিসেবে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ট্রাফিক বসানো, যত্রতত্র অবৈধ ভাসমান স্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, মহাসড়কে যত্রতত্র খানাখন্দের সংস্কার ও মেরামত, মহাসড়কের বিভিন্ন জায়গায় কালভার্ট-সেতু নির্মাণের কাজে ট্রাক গাড়ি দিয়ে বালু পরিবহন শেষে মহাসড়ক থেকে দুর্ঘটনারোধে বালু অপসারণ, মাদক নির্মুলে যথাযথ ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহবান জানান। প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে শেরপুরের বিভিন্ন বিষয়ে সংস্কার করার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি বলে শেরপুরের ছাত্র সমাজ ও এলাকাবাসীকে ধন্যবাদ জানানো হয়।

 

VidDaily.com : Best Online News Media Website in Bangladesh

VidDaily.com : Best Online News Media Website in Bangladesh

In Bangladesh there have lots of media sites. Among them VidDaily is one of the most popular site for the young generation.

They give latest updates of Bangladesh politics, sports, economy & entertainment. Young generation like their sports and entertainment most. I am also a big fan of this site.

VidDaily is a free online platform where visitors can enjoy live streaming of cricket and football matches. In addition to sports, VidDaily offers a vast library of movies and TV shows, catering to entertainment lovers. The site also features the latest news updates, keeping users informed on current events. VidDaily provides a mobile app, allowing users to access their favorite content on the go, whether it’s live sports, entertainment, or breaking news.

Social media accounts:

Telegram: Link

Facebook: Link

Instagram: Link

Home
Sports
Movies
TV Show
Telegram