site loader
'; } ?>
সময়ের আলোচিত রাইভালরি কে হাসবে শেষ হাসি?

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্রাইরি স্টেডিয়ামে বাংলােদশ সময় সকাল সাড়ে ৬ টায় শুরু হবে ম্যাচটি। বর্তমানে সময়ে সবচেয়ে আলোচিত রাইভালরিগুলোর মধ্যে একটি বাংলাদেশ -শ্রীলংকা রাইভালরি৷ যা নিয়ে দর্শকদের মাঝেও বিরাজ করছে তুমুল উত্তেজনা। স্বয়ং আইসিসিও একটি ভিডিও পোস্ট করেছে এ দুই দলের রাইভালরি নিয়ে।

২০১৮ এর নিদাহাস ট্রফির নাগিন ড্যান্স থেকে শুরু করে ২০২৩ বিশ্বকাপে ম্যাথুসের টাইম আউট। বাংলাদেশ শ্রীলংকা ম্যাচ মানেই অন্যরকম কিছুর আশায় থাকেন দর্শকরা। এবারও বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

বাংলাদেশ খেলবে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগে আমেরিকার কাছে সিরিজ হার এবং জিম্বাবুয়ের সাথে ব্যাটিংয়ের বেহাল দশায় একরকম চাপেই রয়েছে টিম টাইগার্স। নিজেদের ব্যাটিংয়ে পরিবর্তন না আনতে পারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে টাইগারদের। তবে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে অবশ্যই লড়াই করতে চাইবে টাইগাররা। লংকানদের বিপক্ষে ভালো ফলাফল নেই টাইগারদের ১৬ দেখায় ১১ টি তেই পরাজয় গ্রহণ করতে হয়েছে টাইগারদের। তার মধ্যে হতশ্রী ব্যাটিং ও বর্তমান ফর্ম অবশ্যই ভাবাবে টিমকে। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবতে চাইবে না বাংলাদেশ দল।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছিল শ্রীলংকা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। জবাবে ব্যাট করতে নেমে অনায়াসে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে এমন হারে মনস্তাত্ত্বিকভাবে অবশ্যই পিছিয়ে থাকবে লংকানরা। সেই সুযোগই লুফে নিতে চাইবে বাংলাদেশ। এছাড়াও এ ম্যাচের জয় পরাজয়ের ওপর অনেকটাই নির্ভর করবে বাংলাদেশের সুপার এইটে যাওয়া।তাই বলা চলে নিজেদের রাইভালদের বিপক্ষে সবটুকু দিয়েই মাঠে নামবে টাইগাররা ।

বাংলাদেশি সমর্থকদের জন্য সুখবর হচ্ছে এ ম্যাচেই ফিরবেন এ  বিশ্বকাপে বাংলাদেশের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। তবে আরেক পেসার শরিফুল ইসলামের সার্ভিস মিস করবে টাইগাররা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোটে পড়েব শরীফুল। যার ফলে এ ম্যাচটি সম্ভবত মিস করতে যাচ্ছেন তিনি। শরীফুলকে এ ম্যাচে অবশ্যই মিস করবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে যে কয়েকটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সবগুলোতেই ব্যাটসম্যানদের স্ট্রাগল করতে দেখা গিয়েছে। উচু নিচু বাউন্স সাথে গতির তারতম্যেতা বেশ ভুগিয়েছে ব্যাটারদের। তাই এ ম্যাচে বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে ধারণা করা যায়। বাংলাদেশের তাসকিন, সাকিব,মাহেদী,সাকিব,রিশাদ। শ্রীলংকার থুসারা,থিকসানা,হাসারাঙ্গা,পাথিরানারা ম্যাচে গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট ফেলবেন। টস ও এ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবমিলিয়ে বিশ্বকাপের আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার অধীর আগ্রহে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

শ্রীলংকা কী পারবে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে নাকি সুপার এইটে যাওয়ার মিশনে একধাপ এগিয়ে টাইগাররা। বাংলাদেশি সমর্থকরা অবশ্যই চাইবেন  যুক্তরাষ্ট্রের বিপক্ষে হতাশাজনক  পারফর্মেন্সের পর এ ম্যাচে যেন জয় তুলে নেয় টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
Sports
Movies
TV Show
Telegram