বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে লেবাননের সাথে ৪ টা গোল খেয়ে লজ্জাজনক হার বাংলাদেশের।
আজকের ম্যাচে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশ বনাম লেবাননের ম্যান অব দ্য ম্যাচ 𝙝𝙖𝙨𝙨𝙖𝙣 𝙢𝙖𝙖𝙩𝙤𝙪𝙠 (হাসান মাতুক) সাথে একটি গোল করেছেন লেবাননের আরেক টু প্লেয়ার 𝙉𝙖𝙙𝙚𝙧 𝙢𝙖𝙩𝙖𝙧 (নাদের মাতার)।
এই ৪ টি গোলের সহায়তা করছেন লেবাননের তরুন প্লেয়ার 𝙠𝙖𝙧𝙞𝙢 𝙙𝙖𝙧𝙬𝙞𝙘𝙝 (করিম ডারউইচ) দুইটি ও লেবাননের আরেক অভিজ্ঞ প্লেয়ার 𝙉𝙖𝙨𝙨𝙖𝙧 𝙣𝙖𝙨𝙨𝙖𝙧 (নাসার নাসার)
তবে এই ম্যাচে তেমন কর্মক্ষমতা দেখাতে পারেননি বাংলাদেশের প্লেয়াররা। তারা একটি গোল ও দিতে পারেনি লেবানন কে যেটি খুবই দুঃখজনক বাংলাদেশি সমর্থকদের জন্য।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে একটি ম্যাচ ও জিত্তে পারেনি বাংলাদেশ শুধু মাত্র একটি ম্যাচে সমতা করেছে বাংলাদেশ লেবাননের সাথে ঘরের মাঠ বসুন্ধরা কিংস এরিনা তে
আর বাকি ম্যাচে –
A-অস্ট্রেলিয়া-7 বাংলাদেশ-0
H-বাংলাদেশ-১ লেবানন-১
A-প্যালেস্টাইন-৫ বাংলাদেশ-০
H-ফিলিস্তিন-1 বাংলাদেশ-0
A-বাংলাদেশ-0 অস্ট্রেলিয়া-2
A-লেবানন-4 বাংলাদেশ-0
A-(Away)
H-(Home)
এই ছিল বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের যাত্রা আপনার কী মনে হয় এই যাত্রা ভালো ছিল নাকি খারাপ
বাংলাদেশ কী তাদের কর্মক্ষমতা দেখাতে পেরেছে?
আপনার কী মনে হয়?