ব্রাজিলিয়ান সাম্বা নাকি মেক্সিকান ওয়েভ

Sadik
1 Min Read

লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা।আর সেই কোপা আমেরিকাতেই খেলে থাকে ফুটবল ইতিহাসের সবথেকে সফলতম দল ব্রাজিল।তবে সেই কোপার আসরের আগে তারা দুটি প্রিতি ম্যাচ খেলবে মেক্সিকো ও আমেরিকার সাথে।

 

 

আগামী ৯ তারিখ বাংলাদেশ সময় সকাল ৭ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের প্রথম প্রিতি ম্যাচ মেক্সিকোর সাথে।গেলো ওয়াল্ড কাপে কোয়াটার ফাইনালে বিদায়ের পর থেকেই যেন ব্রাজিল তাদেরকে হারিয়ে খুজেছে।নানা আলোচনা সমালোচনার পর কোচের দায়িত্ব নেন দারিভাল জুনিয়র।এবার তাদের লক্ষ্য হয়ে দাড়িয়েছে কোপা।

কোচ দারিভাল জুনিয়র তার এর আগের দুটি ম্যাচে দেখিয়েছেন তার সাফল্য।ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও স্পেনের সাথে যথাক্রমে একটিতে জয় আর একটিতে ড্র তাদের।অপরদিকে মেক্সিকোর শেষ ৫ ম্যাচে ৩ টিতে হার ও ২ টিতে জয়।সবশেষে উরুগুয়ের কাছে ৪-০ র বিশাল ব্যাবধানে হারে তারা।

তবে দুই টিমের শেষ ৫ দেখায় জয় নেই কোনো মেক্সিকোর।ব্রাজিলের ৪ টিতে জয় একটিতে ড্র।এদিক দিয়ে অনেকটাই এগিয়ে সেলেসাওরা।সেলেসাওদের সবাই এখন দারুন ফর্মে। সদ্য চ্যাম্পিয়ন্স লীগ জিতলো ভিনি,রদ্রিগো,মিলিতাও।তাছাড়া দলের বাকিরাও রয়েছে দুর্দান্ত ফর্মে।

সবমিলিয়ে অনেকটাই এগিয়ে রাখা যায় ব্রাজিলকে।কোপা আমেরিকা তারা তাদের ঘরে তুলেছে ৯ বার।শেষ ২০১৯ এ পেরুকে ৩-১ এ হারিয়ে শিরোপা ঘরে তুলেছে তারা।

Share This Article
Leave a comment