২০১০ সালে যখন নর্থ কোরিয়া তাদের জীবদ্দশায় মাত্র দ্বিতীয় বার ফিফা ওয়ার্ল্ডকাপে আসে তখন তারা লোয়েস্ট (১০৫) র্যাংক টিম হিসেবে ফিফা ওয়ার্ল্ডকাপে কোয়ালিফাই করার রেকর্ড করে।
সেই সময় নর্থ কোরিয়ার গভর্নমেন্ট নর্থ কোরিয়ার সকল ম্যাচ ব্রডক্যাস্ট করতে নিষিদ্ধ করে । তবে প্রথম ম্যাচে ব্রাজিলের সাথে ২-১ গোলে সম্মানসুচক হারের পর গভর্নমেন্ট শুধুমাত্র নর্থ কোরিয়ার সকল ম্যাচ ব্রডকাস্টিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর পরেই নর্থ কোরিয়া পরবর্তী ২ ম্যাচে পর্তুগালের সাথে ৭-০ গোলে আর আইভোরি কোস্টের সাথে ৩-০ গোলে হেরে বসে।
এর পরে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায় যে কি হয়েছে প্লেয়ারদের যখন তারা নর্থ কোরিয়া ফিরে যায়। কারন সবাই তখন নর্থ কোরিয়ার ভয়াবহতা সম্পর্কে জানতো। এমনকি একটা রিউমার ও বের হয় যে প্লেয়ারদের মেরে ফেলাও হয়েছে।
কিন্তু পরে জানা যায় যে প্লেয়ারদের কে পাব্লিক্যালি এনে অপমান করা হয়েছে। যেটি পরে ফিফা থেকেও নিশ্চিত করা হয়।
আর সেই নর্থ কোরিয়া ফুটবল টিমের কোচকে একটি কন্সট্রাকশন সাইটে কাজ কন্সট্রাকশন সাইটে কাজ করার জন্য পটিয়ে দেওয়া হয়
Author: Simon Ali