‘বিশ্বকাপের চেয়ে ইউরো জেতা বেশি কঠিন’ -এমবাপ্পে

Kylian Mbappé on L'Equipe: Euro is a really difficult competition, probably more than the World Cup, since every team knows each other

Sadik
2 Min Read

ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে ফিফা বিশ্বকাপকেই সবার উপরে স্থান দিয়ে থাকেন সব ফুটবলার।এই বিশ্বকাপ জেতাই থাকে সকল ফুটবলারদের ক্যারিয়ারের লক্ষ্য।আবার অনেকের কাছে বিশ্বকাপ খেলতে পারাটাই যেন বিশ্বকাপ জেতার সমান।তবে এই বিশ্বকাপ যিনি একবার নিয়েছেন (কিলিয়ান এমবাপ্পে) তিনি যা বললেন তা চমক লাগার মতোই।এমবাপ্পের মতে বিশ্বকাপের চেয়ে বেশি প্রতিদ্বন্দিতামূলক টুর্নামেন্ট হলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

দুই টুর্নামেন্টের তুলনার আগে তার ফরম্যাটগুলো গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে পুরো পৃথিবী থেকে,বিভিন্ন মহাদেশ থেকে আসা দলগুলো খেলে থাকে,অপরদিকে ইউরো-তে খেলো শুধুমাত্র ইউরোপের দলগুলো।যার ফলে মাঠে জমে ওঠে এক কঠিন লড়াই।বিশ্বকাপে নকআউট এর পরেও অনেক ছোট দল থাকলেও ইউরো-তে শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই।মোট কথা এখানে বড়-ছোট টিম বলে কিছু নেই।

গত মঙ্গলবার,নিজ জাতীয় টিম ফ্রান্সের অনুশীলনের পর একটি সংবাদ সম্মেলনে ইউরো-কে বিশ্বকাপের চেয়ে এগিয়ে রাখার কারণ তুলে ধরে ধরেন এই ফুটবলার।এমবাপ্পে বলেন,

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খুবই জটিল, আমার কাছে এমনকি বিশ্বকাপের চেয়েও ইউরোতে খেলা বেশি কঠিন বলে মনে হয়। যদিও বিশ্বকাপে বেশি চাপ থাকে, কিন্তু ইউরোতে আমরা এক দল অন্য দলকে চিনি। আমরা একে ওপরের বিপক্ষে নিয়মিত খেলি, ট্যাকটিক্যালিও সব দল অনেকটা একই ধাঁচের ফুটবল খেলে।

এমবাপ্পের এই কথায় দ্বিমত থাকবে সেটাই স্বাভাবিক।কেউ তার মতামতকে সমর্থন করবে,কেউবা করবে না।ফ্রান্সের দিক দিয়ে দেখলে বিশ্বকাপে ভালো করাটাই তাদের কাছে অধিক সহজ।২০১৮ তে চ্যাম্পিয়ন,২০২২ এ আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরে রানারআপ।তার আগেও তারা ২০০৬ সালে খেলেছিল ফাইনাল।

অপরদিকে ইউরোতে ফ্রান্স শেষ চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিল ২০০০ সালে।২০১৬ তে শিরোপার সন্নিকটে এসেও পর্তুগালের কাছে হেরে হয় রানার্সআপ এবং ২০২১ সালে শক্তিশালী দল নিয়েও বিদায় নিতে হয়েছে শেষ ষোলেতেই।

Share This Article
Leave a comment