ইউরো রাউন্ড অব সিক্সটিন এখন “Do or Die” গতিতে।

“দেশের তাপপ্রবাহের চেয়ে,ইউরো গরম”

 

বলছি রাউন্ড অব সিক্সটিন নিয়ে,আপনি যদি ফুটবলের সব টুর্নামেন্ট দেখে থাকেন তবে ইউরো বা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আপনার কাছে আরেকটা চমক বিশ্বকাপের পরে। আর ইউরো সম্পর্কে না জানলেও,কোপা আমেরিকা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ নিয়ে তর্কিত মতামত দিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে আপনাকে ইউরো দেখতে বাধ্য করেছেই

European Championship Round Of Sixteen.

। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে গ্রুফ বি ছিলো “গ্রুফ অব ডেথ”।

 

এখন দেখতে দেখতে চলে এলো ইউরোর রাউন্ড অব সিক্সটিন। কিন্তু ঝামেলা এখানেই,এটা কি রাউন্ড অব সিক্সটিন?

নাকি নতুন কারো মুকুট জয়ের গল্পকথা হতে যাচ্ছে?

আসুন ঘুরে আসি ইউরো জার্নিতে…

এবারের ইউরো ছিলো কিছুটা নাটকীয়,২০১৮ বিশ্বকাপ রানার্সন-আপ ক্রোয়েশিয়া,২০২২ বিশ্বকাপ থার্ড প্লেস অর্জন করা ক্রোয়েশিয়া এবার নাকানিচুবানি খেতে হয়েছে। অবসরে যাবে মিডফিল্ড কন্ট্রোলার লুকা মদ্রিচ,ইউরোতে শেষ সময়টুকু ভালো গেলো না লুকা মদ্রিচের এবং তার সৈন্যদের।

গ্রুফ অব ডেথ-থেকে শেষ-১৬ তে জায়গা করে নিলো স্পেন এবং ইতালি। ইউরো জুড়ে ক্রোয়েশিয়ার এমন খেলার অভিমান শুধু মদ্রিচের নয়,থাকবে দর্শকদেরও।

 

ইংল্যান্ড এবং সাউথগেইট- এ যেনো এক অভিশাপ

আপনি মানুন আর না মানুন ইংল্যান্ডের বর্তমান দল পৃথিবীর সেরা একটা দল। এই পিক ফর্মে থাকা প্লেয়ার নিয়েও ইংল্যান্ড ভালো সুবিধা করতে পারেনি ইউরো গ্রুফ পর্বে। সাউথগেইটকে ট্রল করে পোস্ট করেছিলো ডমিনোজ,কি করছেন এই সেরা টিম নিয়ে সাউথগেইট সেটা তিনিই ভালো জানেন। তবে হট ফেভারিট ইংল্যান্ড এমন খেলবে ইউরো গ্রুফে,কেউ হয়তো কল্পনা করেন নাই।

 

শেষ ১৬ তে জায়গা কারা পেলো? সেটা দেখে নেওয়া যাক…..

 

 

 

স্পেন,জার্মানি,পর্তুগাল,ফ্রান্স,বেলজিয়াম এই পাঁচ দল এক পাশের স্লটে। যেটা আনপ্রেডিক্টেবল এবং দুর্দান্তই বটে,ভাগ্যের জোরে হয়তো ইংল্যান্ড দ্বিতীয় স্লটে। প্রথম স্লটে সব রাঘববোয়াল,তাদের মাঝে জায়গা পেয়েছে জর্জিয়া,ডেনমার্ক,স্লোভেনিয়া এই তিন দল। আপনি হয়তো জানেন,জর্জিয়া তাদের শেষ ম্যাচে পর্তুগালকে ২-০ গোলে হারিয়েছে। ডেনমার্ক এবং স্লোভেনিয়া নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ম্যাচ গুলো ড্র রেখে জায়গা করে নিয়েছে রাউন্ড অব সিক্সটিন,কিন্তু এই পর্যন্তই এদের জার্নি হবে বলে আমার ধারণা।

 

দ্বিতীয় স্লটের দলগুলোও বেশ জমকালো,সাউথগেইটের এরকম ভুলভাল টিম পরিচালনায় আমার মনে হয় ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনাল খেলতে বেশ ভুগতে হবে।নেদারল্যান্ডস,টার্কি,ইতালি,সুইজারল্যান্ড,অস্ট্রিয়া,রোমানিয়া এদের সাথে ইংল্যান্ড পারবে তো যুদ্ধ করে সহজে জয় ছিনিয়ে আনতে?

পরিশেষে,আমি আরো একটা কথা বাড়াতে চাই। আমি এক কথায় বলতে চাই,এরকম আনপ্রেডিক্টেবল বলেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপকে বিশ্বকাপের পরে স্থান দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যার চাক্ষুষ প্রমাণ পাচ্ছেন ইউরো রাউন্ড অব সিক্সটিন থেকে।