নেদারল্যান্ড এ জন্মে তুর্কি জাতীয় দলকে রিপ্রেজেন্ট করার কারণ কী ফেরদি কাদিওলুর?

Simon
1 Min Read
{"data":{"pictureId":"83508fdd00b6402b9ddad0c694696873","appversion":"4.0.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}
——Ferdi Kadioglu Netherland kit and turkey kit pic——

জন্মেছেন নেদারল্যান্ডসে। এজন্য তার সামনে সুযোগ ছিল নেদারল্যান্ডসকে জাতীয় দল হিসেবে বেছে নেয়ার। শুরুর দিকে তার ইচ্ছাও সেটা ছিল। তাই, নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলগুলোতে নিয়মিত মুখ ছিলেন ২০২২ সাল পর্যন্ত।

 

কিন্তু, তার বেড়ে ওঠা ফেনেরবাচেতে। তার প্রফেশনাল ফুটবলের শুরুটা তুর্কিতে, প্লেয়ার হিসেবে ডেভেলপমেন্টও সেখানে। আবার তার বাবা তুর্কিশ। সুতরাং সেই সূত্রে তুর্কি জাতীয় দলে খেলারও সুযোগ ছিল তার কাছে।

 

শেষমেশ আন্তর্জাতিক ফুটবলে তুর্কিকে রিপ্রেজেন্ট করার সিদ্ধান্ত নিলেন। ২০২২ সালেই অভিষেক, এখন দলের নিয়মিত মুখ। তর্কসাপেক্ষে এবারের ইউরো সেরা লেফটব্যাক।

 

উপরের গল্পটা ফেরদি কাদিওলু। যাদের হয়ে একসময় খেলতেন, আজ সেমি ফাইনালে যেতে তাদেরকেই হারাতে হবে। নিজের সাবেক জাতীয় দল নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন তিনি।

Share This Article
Simon
By
Follow:
Hey Everyone I'm Simon Blog writer of espn Bangladesh.Im a huge fan of football.
Leave a comment