সিনেমার রিল টানার কাজ করার সময় যদি তাকে বলা হত একদিন তিনি বড় কোচ হবেন, তাহলে কি সেই ভবিষ্যত বাণী বিশ্বাস করতেন? ইয়ুর্গেন ক্লপ | Jürgen Klopp

Shafi Ahmad
- ESPN Bangladesh
1 Min Read

সিনেমার রিল টানার কাজ করার সময় যদি তাকে বলা হত একদিন তিনি বড় কোচ হবেন, তাহলে কি সেই ভবিষ্যত বাণী বিশ্বাস করতেন?

“আমি যে একদিন কিছু একটা করব তা আমি জানতাম। সেটুকু বিশ্বাস না করলে আর এতোদূর আসতে পারতাম না।”

ক্লপ মিরাকলে বিশ্বাস করেন না। আত্মবিশ্বাস তার মূল পুঁজি। আত্মবিশ্বাসের আবার ধরন আছে। আপনি যখন দেয়ালে ঠেকে গেছেন, তখন আত্মবিশ্বাসই কেবল আপনাকে ফেরাতে পারে। নইলে দুর্গম পথ আপনার পাড়ি দেওয়া হবে না। এক কোণায় জীর্ণ হয়ে পড়ে থাকবেন। আবার অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ডোবাতেও পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হয় কখন?

লিভারপুল যে এবার লিগ জিতছে সেটা মোটামুটি গত ডিসেম্বর নাগাদই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। দিন যায়, ম্যাচ যায়- লিভারপুল একই গতিতে ছোটে। সাংবাদিকরাও একই প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে যান। শিরোপা কি তাহলে এবার লিভারপুলই জিতছে? ক্লপ বলেন, “না, গাণিতিক হিসাবে যতক্ষণ না চ্যাম্পিয়ন ততোক্ষণ পর্যন্ত লিগ জেতার পথে লিভারপুল আগায়নি।”

আত্মবিশ্বাসের লাগাম কোথায় কখন কীভাবে টেনে ধরতে হয় সেটা ক্লপের জানা। মোটিভেশনাল স্পিচের যুগে ক্লপের সংবাদ সম্মেলন একেকটা ঐশীবাণী আপনার জন্য।

লোকে বলে পৃথিবীতে দুই ধরনের লোক আছে। একদল ক্লপকে প্রকাশ্যে ভালোবাসে, আরেকদল ক্লপকে ভালোবাসে গোপনে।

(২৪ জুলাই, ২০২০)

 

Share This Article
Shafi Ahmad
By ESPN Bangladesh
Follow:
Hi, it's Shafi administer of ESPN Bangladesh. There have nothing to say about me. Just I will say I'm a big cricket and football lover.
Leave a comment