site loader
'; } ?>
নিউইয়র্কে টাইগাররা, পরবর্তী টার্গেট দক্ষিণ আফ্রিকা

নিউইয়র্ক পৌঁছেছে বাংলাদেশ দল…
এর আগে গ্রান্ড পেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জয় পাই টাইগাররা। টাইগারদের পরবর্তী টার্গেট দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা বোলিং করে দুর্দান্ত। মোস্তাফিজির রহমান চার (৪) ওভারে সতেরো (১৭) রান দিয়ে তুলে নাই তিন(৩) উইকেট।
দলের সবচেয়ে কম বয়সি লেগ স্পিনার রিশাদ হোসাইন চার(৪)ওভারে বাইশ(২২) রান দিয়ে তুলে নাই তিন উইকেট।
দলের স্পিড স্টার তাসকিন আহমেদ তুলে নেই চার(৪) ওভারে পঁচিশ (২৫) রান দিয়ে দুই (২) উইকেট।
ব্যাটিংয়ে দলের উইকেট কিপার ব্যাটসম্যান ৩৮ বলে ৩৬ রানের ধৈর্যশীল ইনিংস। দলের ক্ষুদে পাওয়ার হিটার এর তৌহিদ হৃদয়ের বিশ(২০)বলে চল্লিশ (৪০) রানের ঝড়ো ইনিংস।
সেই সাথে দলের সিনিয়র ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের শ্বাসরুদ্ধকর ইনিংস, তেরো(১৩) বলে ষোল(১৬) রানের ইনিংসই বাংলাদেশকে ম্যাচ জিতে দিয়ে মাঠ ছাড়েন টাইগাররা।

টাইগাররা পৌঁছে গেছেন নিউইয়র্কে। টাইগাদের টার্গেট সাউথ আফ্রিকা। ডালাস থেকে নিউইয়র্ক; হাসিখুশি রিয়াদ-জাকের, লঙ্কানদের পর টাইগারদের প্রোটিয়া ব’ধের মিশন শুরু…
সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ”বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকাই চাপে থাকবে”!
তাওহীদ হৃদয় হয়ে উঠছেন বড় তারকা
সাউথ আফ্রিকার বিপক্ষে হবে আসল পরীক্ষা।

টাইগারদের একাদশে কি কোনো পরিবর্তন হবে? দলে কি একটি স্পিনার ঢুকবে,,,নাকি তিন পেসার নিয়েই চলবে আফ্রিকা লাড়া?
আরেক পেসার শরিফুল ইসলাম কি পারবে পরবর্তী ম্যাচ খেলতে?
সকল তথ্য পেতে ইএসপেন বাংলাদেশের সাথেই থাকুন।
আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আফ্রিকা ম্যাচ।বাংলাদেশ সময় রাত ৮:৩০ এ মুখোমুখি হবে দুই দল।

স্টেডিয়াম :নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির লং আইল্যান্ডের পূর্ব মিডোতে আইজেনহাওয়ার পার্কের মাঠে অবস্থিত একটি ক্রিকেট স্টেডিয়াম।
প্রিয় দল বাংলাদেশ জন্য শুভকামনা রইলো 🇧🇩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
Sports
Movies
TV Show
Telegram