বার্সেলোনায় প্রায় তিন বছর কোচিং করানোর পর শেষ হতে চলেছে জাভি হার্নান্দেজ অধ্যায়। বার্সেলোনার কোচ হিসেবে আর থাকছেন না জাভি হার্নান্দেজ। কাতালান ক্লাবটি সাবেক এ লিজেন্ড খেলোয়াড়কে তাদের কোচের পদ থেকে বরখাস্ত করেছে।
২০২১ সালে কোচ হয়ে বার্সেলোনায় ফিরেছিলেন জাভি হার্নান্দেজ। তার সঙ্গে ক্লাবের চুক্তি ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার বছরখানেক আগেই ছাঁটাই হয়েছেন তিনি। এ জন্য বার্সাকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এটি দেড় কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯০ কোটি টাকা।
এই টাকাটা দুইভাগে বিভক্ত হবে। জাভি পাবেন অর্ধেক টাকা আর বাকি অর্ধেক পাবেন তার কোচিং স্টাফরা।
স্পেনের কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লা লিগায় কোচদের ক্ষেত্রেও যেহেতু বেতনসীমা-সংক্রান্ত নীতি আছে, তাই পাওনা টাকা থেকে কিছুটা ছাড় দেবেন জাভি। ৭৫ লাখ ইউরোর পরিবর্তে তিনি ৭০ লাখ ইউরো (৮৯ কোটি টাকা) নেবেন। এতে করে নিজের লভ্যাংশ কিছুটা কম হলেও বার্সাকে আর্থিক সংগতি নীতি ভাঙার ঝামেলায় পড়তে হবে না।
আজকে (রবিবার) সেভিয়ার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ দিয়ে বার্সেলোনাকে বিদায় জানাবেন জাভী হার্নান্দেজ।